পঞ্চকাব্য
এক
যদি এক শয্যায় দূরত্বে থাকে দেহের সাথে মন,
দাহ সারাক্ষণ।
দুই
রাত এলেই অত্যাশ্চর্য অনুভূতি, তন্দ্রার মধ্যে ঘনভোর,
চলে গেছে যে, সে-পথে হাঁটতে এসো হে সন্ধ্যা-প্রহর।
তিন
যদি অমাবস্যায় ডুবে যেতে থাকে ভোর
হাতের সাথে অবগুণ্ঠন রাত, প্রহর পড়েছে প্রেমে, উল্লাস দুপুর।
চার
শুধু আমিই বলতাম, কিছু বলো, কিছু বলো…
শুনতে, দিন যেতে প্রেম অভ্যাস হল,
কথা রইলো না, শব্দে রূপ নিল।
পাঁচ
শব্দের প্রেমে পড়ে যত কাছে এসেছি
শব্দে অস্থির হয়ে বিচ্ছেদে চলে গেছি।