শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, শীতকাল
Search
Close this search box.
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, শীতকাল

চেতনা ও প্রতারণা

চেতনা ও প্রতারণা

খুব ছোটবেলায়, যখন টিভিতে দেখতাম বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের লোকজন শহীদ মিনারে, স্মৃতিসৌধে ফুল দিতো। মনে করতাম ফুলের ডালাটা বুঝি খুবই ওজন। তা না-হলে ১০/১৫ জন লোকে এটাকে ধরে রাখবে কেন! আরও একটা বিষয় মাথায় আসতো না, মানুষগুলো ফুল দেওয়ার সময় শহীদ মিনারের দিকে না তাকিয়ে শুধু আমাদের দিকে, মানে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে কেন?

বড় হয়ে, প্রথমবার ফুলের ডালাটা হাতে ধরেই তো আমি অবাক! এ তো একেবারেই পাতলা! পরে বুঝতে পারলাম, এই পাতলা জিনিসটাই এতজন লোকে ধরে রেখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে কারণ ফুল দেয়াটা মূল উদ্দেশ্য নয়, ছবি তোলাটাই আসল উদ্দেশ্য! পরে এ ছবি অন্যদের দেখানোই আনন্দ।

আমি সাধারণত প্রতিবারই শহীদ মিনারে ফুল দিতে যাই। ফুল দিয়ে এক কোনায় দাঁড়িয়ে থাকি বিমর্ষ মনে। মন খারাপ থাকে মূলত দুটো কারণে।

১।  শহীদদের কথা মনে করে।

২। যারা ফুল দিতে আসে তাদের আচার-আচরণ, মুখাবয়ভ দেখে।

সবার ভেতরে কেমন একটা গরম-গরম ভাব! কারও দেহভঙ্গিতে, মুখে আমি বেদনার চিহ্নমাত্র দেখি না। যারা যতটুকুন করে তার অনেকটাই অভিনয় কিংবা লোকদেখানো আনুষ্ঠানিকতা।(আমার পর্যবেক্ষণ ভুলও হতে পারে)।

কয়জন মানুষ আছেন, যারা শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শহীদদের কথা মনে করে দু’ফোটা চোখের অশ্রু ঝরান? যারা আমাদের স্বাধীনতার জন্য সবচেয়ে অমূল্য সম্পদ নিজের জীবনটাই বিলিয়ে দিয়ে গেছেন! আর ক’জনই-বা আছেন, তাদের জন্য  বিধাতার কাছে দু’হাত তুলে অশ্রুসিক্ত নয়নে শহীদদের জন্য দোয়া করেন?

যদি এ ধরনের মানুষ খুব কম থাকে, তবে এ জাতি বড়ো বেশি বেঈমান!

তাই নয় কি?

এই বিভাগে আরো পড়ুন

কয়েক ফোঁটা স্মৃতির মধু

কবিতা প্রসঙ্গে নানা অনুষঙ্গ খুব স্মৃতিকাতর করে তোলে আজকাল। কনটেক্সট ছাড়া যেমন টেক্সট হয় না, অনুষঙ্গ ছাড়াও প্রসঙ্গ তেমনি গুরুত্ব হারায়। মাঝে মধ্যে ভাবি স্মৃতিই

দেদীপ্যমান কবি ও কবিতা

ফরিদা ইয়াসমিন সুমি কবিতা ও প্রেম তোমার হৃদকম্পনের অনুবাদ করতে গিয়ে ক্রমান্বয়ে অণুগল্প, ছোটগল্প, বড়গল্প হয়ে উপন্যাস হয়ে গেছে। সম্পূর্ণ করবার পরে নিবিড় বিস্ময়ে লক্ষ্য

মহাকালের কবি ও কবিতা

সাইফুল্লাহ মাহমুদ দুলাল মায়ের মানিওর্ডার চাঁদও মায়ের মতন আমাদের সাথে সাথে থাকে, জোছনা এবং স্নেহাদর সমান্তরাল। মন্ট্রিয়লে হোটেল ম্যারিয়টে ভিসাকার্ড হারানোর সাথে সাথে পেয়ে যাই

যুদ্ধ শেষ যুদ্ধ আছে

যুদ্ধ কি শেষ? এরূপ প্রশ্নে পাল্টা প্রশ্ন আসবে এ আবার কেমন কথা? কথা যাই হোক, তুড়ি মেরে উড়িয়ে দেয়াও যায় না! আমরা স্বাধীনতা পেয়েছি, ভৌগলিক