বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, হেমন্তকাল
Search
Close this search box.
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, হেমন্তকাল

ঘুমকাতুরে ছেলে ও অন্যান্য ছড়া

ঘুমকাতুরে ছেলে

ঘুমকাতুরে ছেলে
একটু সুযোগ পেলে
মনের সুখে নেয় ঘুমিয়ে
সকল কর্ম ফেলে!

ঘুমকাতুরে ছেলে
আঁখি তো না মেলে
স্কুলের সময় যায় পেড়িয়ে
জাগে সময় গেলে!

আলসেমিতে সেরা
মেদ যে দেহ ভরা,
এই বয়সেই ঢিলেঢালা
তার যে চলাফেরা!

এলো বৃষ্টি!

বহুদিন পরে ফের এলো বৃষ্টি!
পুলকিত মন প্রাণ নাচে দৃষ্টি।
রুমঝুম ছন্দে মধুময় ক্ষণ,
শরতেও বর্ষার যেন আগমন!

চারিদিকে জলধারা স্বস্তির রেশ!
তীব্র দহন জ্বালা হয়ে গেলো শেষ।
ভিজে যায় তরুলতা পাখিদের ঝাঁক,
এতোকাল পুড়ে যারা হয়েছিলো খাঁক।

মা-বাবা

মায়ের চেয়ে মাসী ভালো বাবার চেয়ে কাকা
হাত পাতলেই যখন তখন যায় পাওয়া যায় টাকা!

মা তো করেন শাসন বারণ সোহাগ করেন মাসী,
মায়ের চেয়ে তাই তো তাঁকেই বেশি ভালোবাসি!

বাবা করেন হিসাব নিকাশ কাকা হাতেমতাই,
যখন যেটা বায়না ধরি ওনার কাছেই পাই।

সে কারণেই কাকা ভালো বাবা ভালো নয়!
বোধ বুদ্ধির অভাব যাদের তাঁরাই এমন কয়।

ভবিষ্যতের ভালোর জন্যই এসব করতে হয়,
তাই বলেই মা বাবাতো মন্দ কভু নয়! মা

বাবাই চির আপন জগৎ জোড়া আলো,

মনে প্রাণে সন্তানেরই ওনারাই চান ভালো।

এই বিভাগে আরো পড়ুন

কয়েক ফোঁটা স্মৃতির মধু

কবিতা প্রসঙ্গে নানা অনুষঙ্গ খুব স্মৃতিকাতর করে তোলে আজকাল। কনটেক্সট ছাড়া যেমন টেক্সট হয় না, অনুষঙ্গ ছাড়াও প্রসঙ্গ তেমনি গুরুত্ব হারায়। মাঝে মধ্যে ভাবি স্মৃতিই

দেদীপ্যমান কবি ও কবিতা

ফরিদা ইয়াসমিন সুমি কবিতা ও প্রেম তোমার হৃদকম্পনের অনুবাদ করতে গিয়ে ক্রমান্বয়ে অণুগল্প, ছোটগল্প, বড়গল্প হয়ে উপন্যাস হয়ে গেছে। সম্পূর্ণ করবার পরে নিবিড় বিস্ময়ে লক্ষ্য

মহাকালের কবি ও কবিতা

সাইফুল্লাহ মাহমুদ দুলাল মায়ের মানিওর্ডার চাঁদও মায়ের মতন আমাদের সাথে সাথে থাকে, জোছনা এবং স্নেহাদর সমান্তরাল। মন্ট্রিয়লে হোটেল ম্যারিয়টে ভিসাকার্ড হারানোর সাথে সাথে পেয়ে যাই

যুদ্ধ শেষ যুদ্ধ আছে

যুদ্ধ কি শেষ? এরূপ প্রশ্নে পাল্টা প্রশ্ন আসবে এ আবার কেমন কথা? কথা যাই হোক, তুড়ি মেরে উড়িয়ে দেয়াও যায় না! আমরা স্বাধীনতা পেয়েছি, ভৌগলিক